sliderস্থানীয়

গুরুদাসপুরে সুদের টাকা দিতে না পারায় কৃষকে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা না পেয়ে নামে আসাদ (৩৫) এক কৃষককে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় আব্দুল আজিজ (৩৫) নামে এক সুদকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে নিজ গ্রাম উপজেলার বাহাদুর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ভুক্তভোগী কৃষক আসাদ আলী তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান জানান, কৃষক আসাদ তিন বছর আগে সুদ কারবারী আব্দুল আজিজের নিকট হতে সুদের উপর ৮০ হাজার টাকা নিয়েছিল। এর মধ্যে আসাদ সুদাসলে ৫০ হাজার টাকা পরিশোধ করে। কিন্তু বাকী টাকা দিতে না পারায় শনিবার আসাদকে বাড়ী থেকে জোরর্পূবক নিজ বাড়ীতে তুলে এনে শিকলে বেধে নির্যাতন চালায়। এই ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগীর স্ত্রী শাহানারা খাতুন বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button