গণফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার (৪ মার্চ) দুপুরে ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চের মধ্যে কমিটির অন্যদের নামও ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ কাউন্সিল ২০১৯ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
যে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা গঠিত হয়েছিল ২০১৯ সালের ৫ মে।