sliderস্থানীয়

কাপাসিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ বাক্য পাঠ

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা মানবতার ঘর টোক এর উদ্যোগে ও ইউ এসএ আই ডি সেভ দ্য চিলড্রেন USAID save the children সার্বিক সহযোগিতায় ৩০০ জন ছাত্রীকে বাল্যবিবাহ প্রতিরোধ শপথবাক্য করানো হয়েছে।
শনিবার (১২ মার্চ বিকালে) উপজেলা বীর উজলী উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন ছাত্রীকে বাল্যবিবাহের কুফল ,অর্থনীতি বিরূপ প্রভাব ,শিক্ষা ও শ্রম বাজারে বাধা সম্পর্কে আলোচনা ও শপথ বাক্য পাঠ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবতা ঘর টোক এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মমতাজ উদ্দিন মাস্টার , প্রধান আলোচক ছিলেন বীর উজলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহান দিলরুবা ।
এসময় উপ‌স্থিত সকল ছাত্রী প্রতিশ্রু‌তি দেয় তারা নিজেরা বাল‌্যবিবাহ থেকে দূরে থাকবে এবং অন্যকে বিবাহ থেকে বিরত রাখবে।

Related Articles

Leave a Reply

Back to top button