
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা সহ ০৯টি ইউনিয়নে স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণে ডেঙ্গু রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ জনগণ। এতে করে উপজেলার প্রায় ২ লক্ষ মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল, সহ বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন কমিনিউটি ক্লিনিকগুলিতে সাধারণ মানুষ স্বা¯’্য সেবা নি”েছ। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলি রোগী দেখতে গিয়ে হিমশিম খা”েছ। গত সোমবার থেকে বোধবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছে। ডেঙ্গু রোগী আক্রান্তরা হলেন,পারুল আক্তার (৪৫) বছর, ফরিদ মিয়া (৪৫) ও মনির মিয়া(৪০) । হাসপাতাল সূত্রে জানাগেছে, গত কয়েকদিন আগে ডেঙ্গু রোগীর সংখ্যা একটু বেড়ে গিয়েছিল। সে মতে ২০২৩ সলের জানুয়ারী থেকে ১৬ই আগষ্ট পর্যš ২৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ।বর্তমানে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে জানান। তবে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। হাসপাতালে গিয়ে দেখা যায় মশারি টানিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা আলাদা বেডে শুয়ে আছেন। এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালের স্বাস্থ্য বিধি মেনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হ”েছ। তিনি বলেন, উপজেলাবাসীকে সচেতন মূলক পরামর্শও দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিধি মেনে জেলার বিভিন্ন হাসপাতালে কঠোর সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এখনো পর্যন্ত এই জেলায় কারো মৃত্যু হয়নি বলে উল্লেখ করেন।