
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ২১ অক্টোবর উপজেলার ৪২টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছ।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার নাজিম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক রুহুল আমিন,জেলা নিউট্রেশন কো-অর্ডিনেটর সানজানা উর্মি, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জহিরুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেনএবং টিএলসি দেলোয়ার হোসেন । এছাড়াও সমন্বয় সভায় কটিয়াদী উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক সহ ৪২টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সি এইচসিপি রাও অংশগ্রহণ করেন ।