
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
১৯শে আগস্ট শনিবার কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর হলরুমে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ জনাব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুস্তাকুর রহমান ও কটিয়াদী মডেল থানার ওসি এস এম সাহাদত হোসেন, লোহা জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার এম রাজ্জাক মারওয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তুলসি কান্তি রাউত,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাইল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা এদিন শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান এই আমাদের বাংলাদেশ। আজ আমরা স্বাধীন দেশে মুক্তভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা যদি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে না পড়তো তাহলে বাংলাদেশও স্বাধীন হতো না আর আমরা আজ কোথায় থাকতাম তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সহ দেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও যদি আমরা উনাকে নির্বাচনে জয়লাভ করাতে পারি তাহলে আমাদের দেশ ২০৪০ সালের মধ্যে, মধ্যম আয়ের দেশে নিয়ে পরবর্তীতে উন্নয়নশীল দেশে পরিণত করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। আপনারা আপনাদের যেকোনো সমস্যা বা উন্নয়নের কথা আমাকে বলবেন আমি যথাসাধ্য চেষ্টা করব তা বাস্তবায়নে। উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।