sliderস্থানীয়

কটিয়াদীতে বসতঘর বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের ঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে, দরজায় আটকে শাওন পন্ডিত (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রে। শাওন পন্ডিত (২৭)কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের আদমপুর গ্রামের সুনীল পন্ডিতের ছেলে । দুই ভাই দুই বোনের মধ্যে শাওন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। প্রত্যক্ষদর্শীর বিবরণীতে জানা যায়, মঙ্গলবার রাত্রে বাজার থেকে বাড়িতে গিয়ে অবিবাহিত শাওন বসতঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত দরজায় মৃত শাওন আটকে যায়। যদিও সেই সময় শাওনের বৃদ্ধ পিতা, ঘটনা দেখা ছাড়া করার কিছুই ছিল না এবং সেই সময় বৃষ্টি হচ্ছিল বলে, ভয়ে শাওনকে উদ্ধারের জন্য কেউ এগিয়ে যেতে পারেনি। যখন তার নিথর দেহটি মাটিতে পড়ে গেলে তখন এলাকার লোকজন তড়িঘড়ি করে শাওনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মৃত শাওনের বাড়িতে চলছে মাতম।

উল্লেখযোগ্য যে কয়েকদিন পূর্বেও কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুখিয়া, নয়াপাড়া গ্রামের আসাদ মিয়া (৫৫)নামে এক কৃষক এমনিভাবে ঘর বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন,যা সম্পূর্ণ স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতির জন্য ঘটে। কারণ স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি একজনের ঘরের উপর দিয়ে অন্য জনের বিদ্যুতের সার্ভিস লাইন সংযোগ দেওয়ায় এ ধরনের দুর্ঘটনাগুলি ঘটছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এভাবে একজনের ঘরের উপর দিয়ে অন্য জনের বিদ্যুতের সার্ভিস তার দ্রুত সরিয়ে মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষার প্রয়োজনে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির প্রতি ভুক্তভোগীরা আবেদন জানান।

Related Articles

Leave a Reply

Back to top button