sliderস্থানিয়

কটিয়াদীতে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাগ্রত রাখা ও ভাষা শহীদ এবং ২৪ গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

৫ অক্টোবর রবিবার উপজেলা পরিষদের পাশে উন্মুক্ত স্থানে এই স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইদুল ইসলাম।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২০ লক্ষ ৬৯ হাজার ৩ শত ৬৩ টাকা বরাদ্দে স্মৃতিসৌধটি নির্মাণ করা হচ্ছে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার মোহাম্মদ ইসরাইল মিয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button