sliderস্থানীয়

ওয়ামীর আয়োজনে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাজ্জাদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলায় ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মডেল ইন্সটিটিউশন্স (ওয়ামী) উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই মার্চ) সকাল ৯ ঘটিকায় থেকে স্মার্ট একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান। লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালেহ্ উদ্দিন মামুনের সঞ্চালনায় ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ- সভাপতি রেজাউল করিম সুমন ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট একাডেমির উপাধ্যক্ষ জাকির হোসেন, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রামগঞ্জ মেনস্ আই স্বত্বাধিকারী ইউসুফ হোসেন, রামগঞ্জ আধুনিক হাসপাতালের পরিচালক ইয়াকুব হোসেন, এসোসিয়েশনের অন্যান্য দায়িত্বশীল সহ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ ।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে হাবিবুর রহমান সবুজ বক্তব্যে বলেন, যুগোপযোগী আধুনিক শিক্ষার কর্মকৌশল গ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি অর্জিত বিদ্যা শ্রেণীকক্ষে প্রয়োগের মাধ্যমে ছাত্রছাত্রীরাও উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে এমরান হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থী-শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের লক্ষ্যে ২০০৫ সাল থেকে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি, এই বছরও আমরা বাংলা,ইংরেজি, গণিত,ক্লাস ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এতে ১৬০ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।আজকের এই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক হিসাবে অন্যান্যদের মধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি(নায়েমের) প্রশিক্ষক প্রফেসর শাহজাহান কর্মশালা পরিচালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম সুমন বলেন,কোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে হলে বেশি বেশি চর্চা করতে হবে। চর্চার মাধ্যমে অন্তর্নিহিত বিষয়গুলো সামনে চলে আসবে। জ্ঞান-বিজ্ঞান কখনো শেষ হয় না। এটি চলমান প্রক্রিয়া এবং চলতে থাকে। গুণগত শিক্ষা আমাদের নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও প্রশিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button