বিনোদন
উষ্ণতার ভিডিওতে শরীর প্রদর্শন নুসরাতের

মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া, বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন। দেড় বছর আগে ‘পটাকা’ শিরোনামে এক গানে নেচে-গেয়ে হইচই ফেলে দেওয়ার পর এবার আরেক গান কণ্ঠে তুলেছেন আবেদনময়ী এ নায়িকা। নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশের পরিকল্পনার কথা জানালেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন নুসরাত। ভিডিওতে তাকে একেবারে অন্যরূপে দেখে বাক্যহারা তার ভক্তরা। কেউ লিখেছেন, ‘কী বলব কিছু বুঝতে পারছিনা।’ একজন লিখেছেন, ‘আমি হতভম্ব।’
ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা চুলে, টাইট পোশাকে, গ্লিটারিং প্যান্টে নুসরাত একেবারেই অন্য মেজাজে। নিজেকে নিজেই ‘পটাকা’ বলেও উল্লেখ করছেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘বিবাহ অভিযান’ ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে টালিউডে অভিষেক হয় নুসরাতের। তার পরের ছবি ‘ভয়’র হিরোও অঙ্কুশই। পরের বছর বড় পর্দায় মুক্তি পাবে সেই ছবি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে: উষ্ণতার ভিডিওতে শরীর প্রদর্শন নুসরাতের