
পতাকা ডেস্ক: রাজধানীর চকবাজারের ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১১টার সময় এই আগুন লাগে বলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস নিশ্চিত করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন দেশ রূপান্তরকে রাত ১১টা ৫০ মিনিটে বলেন, এখন পর্যন্ত বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে আছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানায়, রাত ১০টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, লালবাগ, সদরঘাট ও পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সুত্র: দেশ রূপান্তর