sliderস্থানিয়

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জমে উঠেছে বাজার বণিক সমিতির নির্বাচন। বিভিন্ন প্রার্থীর প্রচারণায় সরগরম এখন উপজেলা সদর। 

জানা যায়, আগামী ১৯ জুলাই আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অন্যতম প্রার্থী আবুল বাশার শেখ নামের এক সমাজসেবক সবার নজর কেড়েছেন। তিনি চেয়ার মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নজির মিয়ার পুত্র। 

শনিবার (৬ জুলাই) তার পক্ষে আলফাডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে পাশের উপজেলা বোয়ালমারীর নানান শ্রেণি-পেশার মানুষ চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম মোল্যা, স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক মানব দর্পণ পত্রিকার সম্পাদক মো. তারিকুল ইসলাম, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন, স্কুল শিক্ষক মুকুল কুমার বসু প্রমুখ। স্থানীয়রা জানান, আবুল বাশার শেখ একজন মানবদরদি, ভালো মানুষ। তিনি মানুষের বিপদে সব সময় এগিয়ে যান। তার বাবাও বাজার বণিক সমিতির সভাপতি ছিলেন।

এ ব্যাপারে সভাপতি প্রার্থী আবুল বাশার শেখ বলেন, আমি সভাপতি নির্বাচিত হলে আলফাডাঙ্গা বাজারকে আধুনিকায়ন করে গড়ে তুলবো। ব্যবসায়ীদের স্বার্থে তাদের সাথে কথা বলে বিভিন্ন পদক্ষেপ নেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button