
শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে আসল এমন সুসংবাদ। অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব।
পরিবারে নতুন অতিথির আসার খবর জানিয়ে সাকিবের মা শিরিন আকতার বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে খবরটা পেয়েছি। মা ও সন্তান দুজনই ভালো আছে। ওদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখনও সাকিব হাসপাতালে, কখন বাসায় ফিরবে, সেটি এখনো নিশ্চিত নই।’
এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব পরিবারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় মেয়ে আলাইনার একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছিলেন সাকিব। যেখানে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’
২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। অবশ্য আগে থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি। এ মাসেই ৩৩ এ পা রেখেছেন সাকিব।
মাগুড়া থেকে যুক্তরাষ্ট্র ফিরে ‘সেল্ফ আইসোলেসনে’ ছিলেন সাকিব। উইসকনসিনের এক হোটেলে ১৪ দিন আইসোলেশনে থাকার পর পরিবারের সঙ্গে যোগ দেন। কিছুদিন পর ফেসবুকে, অব্রির ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘বিগ সিস্টারহুড।’ হাস্যোজ্জল অব্রির ছবি দেখেই বোঝা যাচ্ছিল, বড় বোনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। সেই সুযোগটি এবার পেতে যাচ্ছে পুচকে অব্রি।
গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।
এদিকে বাংলাদেশের প্রাক্তন পেসার তাপস বৈশ্য আজ (২৪ এপ্রিল) তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। ক্রিকেট ছাড়ার পর আমেরিকার নিউজার্সিতে স্থায়ী হয়েছেন তাপস। সেখানে স্থানীয় একটি একাডেমির কোচ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।