sliderরাজনীতিশিরোনাম

আওয়ামী লীগ নেতাদের টানাটানিতে ছিঁড়ে গেল ব্যানার

আওয়ামী লীগ সরকারের এক বছর পূর্তি ও ‘গণতন্ত্রের বিজয়’ দিবস সিলেটে আনন্দ মিছিলের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। আনন্দ মিছিলে ধাক্কাধাক্কি এবং টানাটানিতে ছিঁড়ে যায় ব্যানার।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরের জেলা পরিষদ থেকে মিছিলের শুরুতে এ ঘটনা ঘটে। ব্যানারটি ছিঁড়ে দুই ভাগ হলেও তা দিয়ে বন্দর কোর্ট পয়েন্ট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ মিছিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনন্দ মিছিলের শুরুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ কেন্দ্রীয় তিন নেতা, জেলা-মহানগরের শীর্ষ নেতাদের পাশাপাশি মধ্যম সারির কয়েকজন নেতা সামনের সারিতে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে কয়েকজন ধাক্কাধাক্কি করে সামনে আসার চেষ্টা করেন। পাশাপাশি ব্যানারের দুইপাশ ধরে আরও কয়েকজন টানাটানি করলে তা মাঝ বরাবর ছিঁড়ে যায়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে শীর্ষ নেতাদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হ। কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের নেতৃত্বে ছেঁড়া ব্যানার নিয়েই আনন্দ মিছিল শুরু হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের সম্মেলনের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দেন নতুন নেতারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button