আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিন ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাবা নাজমা খানম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক কাউন্সিলর গৌর ঘোষ সাবেক জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষ দেশ, জাতি, মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করেন।