slider

অতিরিক্ত দামে আলু ও পেঁয়াজ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ক্রয় রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বায়রা হাট ও সিঙ্গাইর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড করেন।
অভিযানে সিঙ্গাইর বাজারের সবুজ স্টোর, শাওন স্টোর, রুবেল সবজি ভান্ডার ও রমজান স্টোরকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশ সহযোগীতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button