sliderখেলা

ব্যালন ডি’অরে মেসি-রোনালদোকে টেক্কা দিতে নতুন সুপারস্টারের আগমন

হঠাৎ করেই ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। লিভারপুলের হয়ে খেলছেন। তিনি মিসরের মোহাম্মদ সালাহ। ২৫ বছর বয়সী সুদর্শন এই ফুটবলার এখন লাইমলাইটে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে। যদি এভাবেই খেলতে থাকেন, তাহলে চলতি বছর অঘটন ঘটাবেন তিনি। মেসি-রোনালদোকে টেক্কা দিয়ে হাতে তুলে নিতে পারেন ব্যালন ডি’অর।
চলতি মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে এ পর্যন্ত ৪৩টি ম্যাচে ৩৭টি গোল করেছেন সালাহ। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে জালে বল ফেলেছেন ২৮ বার। ফলে তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে ক্লাবগুলো। রেকর্ড পরিমাণ অর্থে তাকে নিতে রাজি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
বাসেল থেকে ২০১৪ সালে চেলসিতে যোগ দেন সালাহ। পরের বছর ফেব্রুয়ারি মাসে লোনে তাকে ফিওরেন্তিনায় পাঠিয়ে দিয়েছিলেন তৎকালীন ব্লুজ কোচ হোসে মরিনহো। আগস্টে ফিওরেন্তিনা থেকে রোমায় যান সালাহ। তারপরেই ঘোরে ভাগ্যের চাকা।


ব্যক্তিগত মুন্সিয়ানায় রোমাকে একের পর এক ম্যাচ জিতিয়ে খবরের শিরোনামে আসেন সালাহ। তার এই পারফরম্যান্স নজর এড়ায়নি লিভারপুলের কোচ জুরগেন ক্লপের। ২০১৭’য় অ্যানফিল্ডের ক্লাবটিতে এসে ধারাবাহিকভাবে ভালো খেলছেন এই মিসরীয়।
তার পারফরমেন্সে মুগ্ধ লিভারপুলের সাবেক অধিনায়ক হ্যারি কেওয়েল। বলেছেন, ‘চলতি মৌসুমটা দারুণ কেটেছে সালাহর। বছরের সেরা খেলোয়াড় হিসেবে তাকেই দেখছেন। কিন্তু আমি এক ধাপ এগিয়েই বলব। যদি খেলার মান বজায় থাকে এবং বিশ্বকাপে আরো কিছু গোল ঝুলিতে পুরতে পারে। সর্বোপরি ভালোভাবে খেলতে পারে, তাহলে ব্যালন ডি’অরে তার নাম শোভা পাওয়াটা কি অস্বাভাবিক কিছু হবে?’

সালাহর প্রশংসায় তিনি আরো বলেন, ‘ওর ডিবলিং করার অসাধারণ ক্ষমতা রয়েছে। তবে এই ক্ষেত্রে মেসির ডাবলিং ক্ষমতা সবচেয়ে ভালো। তিনি সবার সেরা।’
লিভারপুলের সাবেক এই ফুটবলার বলেন, ‘সালেহকে বোঝা কঠিন। সে কখন ডানে মোড়বে, কখন বায়ে মোড়বে, কখন ডিবলিং করবে সেটা কেউ বুঝতে পারে না।’
গোল ডট কম

Related Articles

Leave a Reply

Back to top button