sliderআন্তর্জাতিক সংবাদ

ফের প্রধানমন্ত্রী পদে লড়ছেন মাহাথির

মালয়েশিয়ায় আগামী সাধারণ নির্বাচনে বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন মাহাথির মোহাম্মদ। রবিবার বিরোধী জোট আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ৯২ বছর বয়সী মাহাথিরের নাম ঘোষণা করে। খবর রয়টার্সের
প্রায় দুই দশক ধরে মালয়েশিয়ায় ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার উন্নতির পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আগামী আগষ্টে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী এবং জনপ্রিয় নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে। তারপরও মাহাথির মোহাম্মদ বিরোধী প্রার্থী হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। নাজিবকে তাড়াতে মাহাথির এবং আনোয়ার ইব্রাহিম ঐক্যবদ্ধ হয়েছেন। বিরোধী জোট নির্বাচিত হলে আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দিতে পারে সরকার। এরপর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আসতে পারেন। বিরোধী জোট থেকে উপ-প্রধানমন্ত্রী পদে প্রার্থী হচ্ছেন আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। তবে নিরপেক্ষ জরিপে দেখা গেছে, নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করায় নাজিবের বিরুদ্ধে জয় বিরোধীদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

Related Articles

Leave a Reply

Back to top button