sliderআইন আদালতশিরোনাম

প্লাস্টিকে মোড়ানো পোস্টারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্লাস্টিকে (লেমিনেটেড) মোড়ানো পোস্টার ছাপা ও তা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।
এ সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
সারাদেশে যে কোনো ধরনের নির্বাচনে প্লাস্টিকে মোড়ানো পোস্টার ছাপা ও প্রদর্শন বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ঢাকার দুই সিটির নির্বাচনে প্রার্থীদের লেমিনেটেড পোস্টার নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তরসহ কয়েকটি জাতীয় দৈনিক। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা। সমালোচনায় সরব হয় সামাজিক যোগাযোগ মাধ্যমও।

Related Articles

Leave a Reply

Back to top button