sliderবিনোদন

ধর্ষণ বির্তকে পূর্ণিমার ক্ষমা প্রার্থনা

ধর্ষণ আলোচনার যে বিতর্ক চারদিকে ছড়িয়েছে তার জন্য ক্ষমা চেয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। একটি টেলিভিশন অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে কথা বলে বিব্রতকর অবস্থায় পড়েছেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী। তার উপস্থাপিত অনুষ্ঠানটিতে ধর্ষণকে কেন এত সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে যখন বিতর্কের ঝড় তখনই অনুষ্ঠানে ওই ধরনের প্রসঙ্গ আনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশী ছবির জনপ্রিয় অভিনেত্রী।
পূর্ণিমার সঞ্চালনায় বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হয় ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠান। সম্প্রতি এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন, খল অভিনেতা মিশা সওদাগর। ওই পর্বে চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্র বিষয়ে অনেক কথার পাশাপাশি ‘পর্দায় ধর্ষণ সিন’ নিয়ে কথা বলেন অতিথির সঙ্গে।
অনুষ্ঠানের সঞ্চালক পূর্ণিমা তার অতিথি মিশা সওদাগরের কাছে জানতে চান, ‘আপনি সিনেমাতে কতবার ধর্ষণ করেছেন? কার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করতেন ধর্ষণের সিন করতে?’
মূলত পূর্ণিমার এমন প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অথচ গেলো দুদিন এ বিষয়ে তার কোনো মন্তব্য, আত্মপক্ষ সমর্থন কিংবা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছিল না।
অবশেষে রোববার গণমাধ্যমে পুরো বিষয়টি নিয়ে কথা বললেন পূর্ণিমা। প্রথমেই তিনি দুঃখ প্রকাশ করে নেন- অনুষ্ঠানটি দেখে যারা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন কিংবা কষ্ট পেয়েছেন তাদের প্রতি।
পূর্ণিমা বলেন, ‘সাধারণ মানুষ হয়তো এতকিছু বুঝতে চাইবেন না। তাদের ভাববারও সময় নেই। সত্যি কথাটা হলো আমরা আসলে অনেক কিছুই সহজভাবে নিতে পারি না। একটু শুনেই ঝাঁপিয়ে পড়ি। বোঝার চেষ্টা করি না, এটা একটা ফান শো বা চলচ্চিত্রের দুজন মানুষের আড্ডা। ফলে এই অনুষ্ঠান দেখে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটার জন্য সত্যি সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ, আপনাদের দুঃখ দেয়ার জন্য এত কষ্ট করে এই অনুষ্ঠানগুলো বা সিনেমা আমরা করি না। আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের আনন্দ দেয়া। তাই আমার অনুষ্ঠান দেখে কেউ কষ্ট পেলে আমি সত্যিই দুঃখিত।’
পূর্ণিমা আরো বলেন, ‘বিষয়টা নিয়ে যা যা ঘটছে, সেগুলোর পেছনে অন্য একটা কারণ রয়েছে। ব্যক্তিগত রেষারেষি থেকে পুরো অনুষ্ঠানের ওই অংশটি কেটে ভিডিওটা ছড়ানো হয়েছে। সময় হলে নাম-পরিচয়, কারণ— সব বলে দেবো। অনেকের নাক কাটা যাবে তখন। কিন্তু আমি এখনই তাদের নাক কাটতে চাই না। এখনও আমি প্রত্যাশা করি, তারা ভালো থাকুক, ভালো হয়ে উঠুক।’
তিনি আরো বলেন, ‘আমার আর মিশা ভাইয়ের টানা ২০ বছরের পরিচয়-সম্পর্ক। আমার প্রথম সিনেমার প্রথম দৃশ্যের সহশিল্পী ছিলেন তিনি এবং সেটি ছিল ধর্ষণের দৃশ্য। মিশা ভাই তার পুরো কেরিয়ারের ন্যূনতম হাজারটা এমন সিন করেছেন। আমি কমপক্ষে ৫০টি সিনেমাতে এই সিন করেছি। এসব তো চিত্রনাট্যের দাবিতে একটি দৃশ্য মাত্র। সিনেমায় তো খুনোখুনিও হয়, ভালোবাসাও। আমরা তো সেই সিনেমারই মানুষ। অথচ মজার ছলে এই বিষয়ে কথা বলতে গেলে সেটা অপরাধ! এটা তো আমি ভাবতেই পারিনি।’
প্রসঙ্গত, সৈয়দ আশিক রহমানের মূল ভাবনায় আরটিভিতে প্রচারিত সেলিব্রেটি টক-শো ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ এবং গ্রন্থনা করছেন অনিন্দ্য মামুন।

Related Articles

Leave a Reply

Back to top button