sliderস্থানীয়

তারাগঞ্জে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিত নেতাকর্মীরা ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নতুন চৌপথীস্থ ছাত্রলীগ কার্যালয় হতে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে রংপুর-দিনাজপুর মহাসড়কের চৌপথী নামক বাসষ্ট্যান্ডে ১১থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এবং কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার এসে ঘোষিত কমিটির বিষয়টি দেখা হবে জানালে অবরোধ তুলে নেয়া হয়। শেষে ছাত্রলীগের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রাকিব, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন, ছাত্রলীগ নেতা রায়হান ইসলাম, আসহান হাবিব শিমুল, নাহিদ হাসান ইসাত, রুহুল আমিন পাপ্পু, মোরশেদ রানা শুভ, সুরুজ আলী, ইউনুস আলী, মাহিন বাবু কাঞ্চন, লিটন রায়, জুয়েল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল ইসলাম প্রমুখ। পদ বঞ্চিত ছাত্রলীগ নেতারা জানান, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সাময়িকভাবে অব্যাহতি পাবার পর গত ৩১ জানুয়ারী কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে স্বপদে বহাল হন। কিন্তু ওই তারিখে রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি বিতর্কিত কমিটি ঘোষনা করেন। এই কমিটি বাতিল
করা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করবেন বলে তারা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button