খেলা

খারাপ খেলায় পুরো দলই বহিষ্কার!

ক্রিকেটে কোনও দল হারলে সর্বোচ্চ সাজা কী হতে পারে? যে ক্রিকেটার খারাপ পারফরম্যান্স করলেন তাকে বসিয়ে দেওয়া কিংবা তার ম্যাচ ফি-এর কিছু অংশ কেটে নেওয়া হতে পারে। তা-ও আবার যদি ক্রিকেট বোর্ড মনে করে।

কিন্তু কখনও শুনেছেন, দল হেরেছে বলে পুরো দলটাকেই বরখাস্ত করে দেওয়া হয়েছে! হ্যাঁ, ক্রিকেট ইতিহাসে এ রকম ঘটনা আগে কখনওই শোনা যায়নি। নাইজেরিয়ার ঘটনা।

সম্প্রতি আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে অংশ নিয়েছিল নাইজেরিয়ার জাতীয় দল। ব্রিটেনের জার্সি দ্বীপে খেলতে গিয়েছিল নাইজেরিয়া। লিগের কোনও ম্যাচই জিততে পারেনি দল। দলের লজ্জাজনক পারফরম্যান্সে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন পুরো দলকে বরখাস্ত করে দেয়। সেই সঙ্গে কোচকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সাংবাদিক বৈঠকে ফেডারেশনের প্রধান ইমেকা ওনিয়েমা বলেন, “এই টুর্নামেন্টের জন্য পুরো দলকে যে ভাবে তৈরি করা হয়েছিল, লাভ কিছুই হল না।”

ইমেকা আরও জানান, দলকে টুর্নামেন্টে পাঠানোর আগে তিন-তিনটে ক্যাম্প করানো হয়। সেরা ১৪ জন খেলোয়াড়কে বেছে নিয়ে দল তৈরি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button