sliderপ্রবাস

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টরন্টোতে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। সেজন্য টরন্টোস্থ ড্যানফোর্থে প্রতিবারের মতো এবারো নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার।
একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের পর বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন পুষ্প স্তবক অর্পণ করেন। এর আগে বক্তব্য দেন টরন্টো সিটি মেয়র জন টরি, স্থানীয় সাবেক এমপি মারিয়া মিন্না ও বর্তমান এমপি নাথনিয়েল স্মিথ, এমপিপি ডলি বেগম, এমপিপি রীমা বার্নস ম্যাককাউন, কাউন্সিলার ব্রাড ব্রাডফোর্ড, টরন্টোস্থ উপদূতাবাসের কনসোলার জেনারেল নাঈমউদ্দিন আহমেদ। মেয়র টনি একটি শুভেচ্ছা বাণীও প্রদান করেন। যাতে ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষার কথা গুরুত্ব তুলে ধরেছেন।
বক্তারা বলেন, ‘এই কানাডার রফিক-সালামই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করেছিলেন। সেজন্য কানাডা প্রবাসীরা গর্বিত!’
অস্থায়ী শহীদ মিনারের দু’পাশে বরফের শাদা পাহাড়! পেছনে নিয়ন বাতির নিচে পত্রহীন বৃক্ষ। বৃষ্টির ভয়ে পাশে তাবু টানানো হয়েছে। টিপ টিপ হালকা বৃষ্টি পড়ছিলো। ফ্রিজিং রেইন। তারপরও শীতাক্রান্ত আবহাওয়া উপেক্ষা করে চলে আসেন মুক্তিযোদ্ধাসহ শত শত বাঙালি এবং বিদেশিরাও।
এছাড়াও টরন্টোর বাইরে কানাডার অন্যান্য শহর থেকেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর পাওয়া গেছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Back to top button