আল আমিনের দুর্দান্ত বোলিং

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্বে বেশক’টি ম্যাচ বৃষ্টির কারণে গড়িয়েছিলো রিজার্ভ-ডে’তে। সুপার সিক্সের প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের ম্যাচটিও গড়ালো রিজার্ভ-ডে’তে। তবে বৃষ্টির বাধায় নয়, আম্পায়ারের সিদ্ধান্তে ঝামেলার কারণে। তবে এই ম্যাচে আল আমিনের দুর্দান্ত বোলিং স্মরণীয় হয়ে থাকবে। প্রতিপক্ষের হয়ে ওপেনিংয়ে নামেন দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু এদিন তামিম ইকবালকে লজ্জায় ভাসায় আল আমিন। তার করা বল বল কোথায় পরে আর কোথায় যায় সেটি দেখতেই পাচ্ছিলেন না তামিম ইকবাল। ১৪টি বল পর্যন্ত উইকেটে থাকেন তামিম ইকবাল। কোনো বাউন্ডারি নেই। ৩ টি রান করে আল আমিনের বলে বোল্ড হয়েছেন তামিম। দলের অপর ওপেনার অভিষেক মিশ্রর একই অবস্থা। তিনি কোনো রান না করেই বোল্ড হন। আল আমিন স্ট্যাম্প উড়িয়ে মানে উল্লাসে। আল আমিনের আক্রমণে দুই ওপেনারের ব্যাট থেকে আসে মাত্র দুই রান। আবাহনিতে ভালো ভালো ব্যাটসম্যান রয়েছেন। কিন্তু টাইগার আল আমিনের দাপটে নাভিশ্বাস তাদের সবার। ইনিংসে তিনি ৮ ওভার বল করে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে এ ম্যাচটি নির্ধারিত হয়েছিল ৪৫ ওভারে। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করে ১৯১ রানেই অলআউট হয়ে যায় আবাহনী। দলের পক্ষে নাজমুল হাসান শান্ত ৭১ ও লিটন দাস ৪৮ রান করেন। দোলেশ্বরের আল-আমিন ও সানজামুল ইসলাম ৩টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ২ উইকেটে ৫৯ রান করে দোলেশ্বর। তবে ১৫.৪ ওভারে ম্যাচে গন্ডগোলের সৃষ্টি হয়। সাকলাইন সজীবের বলে ব্যাটসম্যান রকিবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিং-এর আবেদন করেছিলো আবাহনী।
সেই আবেদনে সাড়া দেননি ম্যাচের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ। এরপর মাঠে গন্ডগোলের সৃষ্টি হয়। ফলে মাঠ থেকে বেরিয়ে যান দুই আম্পায়ার। ফলে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও, দিনের শেষভাগে খেলার বাকি অংশ গড়ায় রিজার্ভ-ডে’তে।




