পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস নিখোঁজ থাকার পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তার কোনো হদিস মিলেনি।
ইউপিডিএফ বরাবরই অভিযোগ করেছে, রাষ্ট্রীয় সংস্থা তাকে গুম করে রেখেছে।
নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এত দিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেছে ইউপিডিএফ।
এর আগে বহু বছর রাষ্ট্রীয় বাহিনীর কাছে আটকাবস্থায় থাকার পর মুক্তি পেয়েছেন জামায়াতের সাবেক দুই শীর্ষ নেতার দু’জন সন্তান।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় গত ১৫ বছরে বহু মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যায়। কারো কারো বিরুদ্ধে মামলা ছিল। তুলে নিয়ে যাওয়া বহু ব্যক্তির খোঁজ বছরের পর বছর গড়িয়ে গেলেও মেলেনি।
সূত্র : বিবিসি