
নীলফামারী প্রতিনিধ: হারিয়ে যাওয়া একমাত্র ছেলেকে খুঁজে পেতে বাবা ও মায়ের আহাজারি।
নীলফামারির ডোমার উপজেলার ধরনিগঞ্জ বাজার সোনারায় ইউনিয়নের 8নং ওয়ার্ডের দাসপাড়া নিবাসী স্বপন চন্দ্র দাস (২২) নিখোঁজ দীর্ঘ ১ মাস ধরে ।
নিখোঁজ স্বপন চন্দ্র দাস নীলফামারীর ডোমার উপজেলার ধরনিগন্জ বাজার সোনারায় ইউনিয়নের দাস পাড়ার বাবলু চন্দ্র দাস এবং টুনি বালা রানী দাসের একমাত্র ছেলে । একমাত্র ছেলে কে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে অচেতন হয়ে পড়ছে বাবা ও মা।
নিখোঁজ স্বপন চন্দ্র দাসের বাবার সাথে কথা হলে তিনি বলেন স্বপন চন্দ্র দাস আমার একমাত্র ছেলে কিন্তু সে মানসিক ভারসাম্যহীন সে ঠিক মতো কথা বলতে পারে না । তিনি দেশবাসীর কাছে অনুরোধ করে বলেন কেউ যদি আমার ছেলের কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে নীলফামারীর ডোমার থানায় অথবা নিউজে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ।
এদিকে নিখোঁজ স্বপন চন্দ্র দাসের মায়ের সাথে কথা হলে তিনি বলেন আমার বাবা কোথায় গেলো, কিহলো আমার বাবার, আমার বাবার সন্ধান চাই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে অচেতন হয়ে যায়।
স্হানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন স্বপন চন্দ্র দাস মানসিক ভারসাম্যহীন ছেলে হলেও কারো সাথে কোন খারাপ আচরণ করেনি সে খুব ভালো একটি ছেলে কিছু দিন আগেও সে নিখোঁজ হয়েছিল কিন্তু তখন আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করলে তাকে পাওয়া যায়, তবে এবার গত ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ করে নিখোঁজ হলে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তারা আরো বলেন নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা লুঙ্গি ও সাদা গেঞ্জি। তার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি। এবং গায়ের রং শ্যামলা ।
এবিষয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নাই ।
এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন এবিষয়ে আমি কিছু জানি না এবং ভুক্তভোগী পরিবারও এখন পয’ন্ত কোন অভিযোগ দায়ের করেনি তারা যদি অভিযোগ দায়ের করে তাহলে আমরা তদন্ত করে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো




