অস্ট্রেলিয়া থেকে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নেয়া হচ্ছিল হাজার হাজার ভেড়া।
গত অগাস্টে পার্থ থেকে জাহাজে করে যাত্রা শুরু হয় তাদের।
কিন্তু পথিমধ্যেই মারা যায় প্রায় দুই হাজার চার শ’ ভেড়া।
এখন অস্ট্রেলিয়া সরকার বলছে, জাহাজে প্রচণ্ড গরমেই মৃত্যু হয়েছে ভেড়াগুলোর এবং এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সরকার।
একজন তদন্ত কর্মকর্তা বলেছেন, যেভাবে ভেড়াগুলোকে নেয়া হচ্ছিল তার অবস্থা ছিল মাইক্রোওভেনের মতো।
একজন মন্ত্রী বলেছেন, এ ঘটনা তারা গভীরভাবে শোকাহত।
কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড বলেছেন, এই শিল্পকে অবশ্যই যথাযথ প্রক্রিয়া মেনে চলতে হবে।
এমনকি পরিস্থিতির উন্নতি না হলে এরপর জাহাজীকরণ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ক্যানবেরা।
জানা গেছে, জাহাজে ছিল প্রায় ৬৪ হাজার ভেড়া।
এভাবে ভেড়া রফতানির বিরুদ্ধে ইতোমধ্যেই সোচ্চার হয়েছে প্রাণী অধিকার কর্মীরা।
এখন অস্ট্রেলিয়া সরকার বলছেন, রফতানিকারকরা প্রাণী কল্যাণ নিশ্চিত করতে না পারলে আরো ৬৫ হাজার ভেড়ার শিপমেন্ট বা জাহাজীকরণ আটকে দেবে।