slider
হরিরামপুরে একতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হরিরামপুরে একতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গালা ইউনিয়নের কালই-গোপালপুর শিকদার বাড়ির মাঠে কালই গোপালপুর একতা যুব সংঘের আয়োজনে এ ফাইনাল খেলায় কচুয়া জাগরনী সংঘকে ৩-১ গোলে পরাজিত করে কালই বন্ধু মহল চ্যাম্পিয়ন হয়েছে।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস খেলা উদ্বোধন করেন। খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদরী গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আনোয়ার আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের ক্যাবের সাধারণ সম্পাদক শামছুন্নবী তুলিপ, সেলিম শিকদার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন অন্তু এন্টারপ্রাইজের কর্ণধার তমাল শিকদার।