সিলেটের হবিগঞ্জে একটি ভারতীয় টিভি চ্যানেলের ‘কিরণমালা’ নামের সিরিয়াল দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর থানার পুলিশ একটি বেসরকারি টিভিকে জানায় যে, থানার শাকির রেস্টুরেন্ট নামে এক খাবার দোকানে বুধবার রাতে সিরিয়াল দেখার সময় দুজন মেয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা পরিবারে ফোন করে এবং পরিবার থেকে লোক এসে বিতণ্ডা জড়ায়।
এই ঘটনা তাৎক্ষণিকভাবে সমাধানও হয়ে যায়। কিন্তু পরের দিন, অর্থাৎ আজ সকালে দুই পরিবারের বেশ কয়েকজন লোক থানার এক খেলার মাঠে জড়ো হয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় এলাকার আরো মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় চার ঘণ্টাব্যাপী চলতে থাকে সংঘর্ষ! দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের এই ঘটনায় অন্তত একশজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানায়, এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে রাবার বুলেট থেকে শুরু টিয়ারশেলও নিক্ষেপ করতে হয় পুলিশকে। তারপরও সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে স্থানীয় থানায় কর্মরত পুলিশদের।