slider

স্ট্রবেরির নতুন জাত উদ্ভাবন করলেন রাবির সাবেক অধ্যাপক 

গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি : ১০ বছরের গবেষণায় বাংলাদেশের আবহাওয়া উপযোগী স্ট্রবেরির নতুন জাত ‘ফিডম-২৪’ উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এম মনজুর হোসেন। ইতিমধ্যে বিদেশ থেকে এই স্ট্রবেরি নেওয়ার ব্যাপারে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। দেশীয় চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন নতুন জাতের এ স্ট্রবেরিতে। 

জানা গেছে, জাপানের ‘নিওহো’ জাতের সঙ্গে আমেরিকান ‘ফেস্টিভ্যাল’ জাতের সংকরায়ণে ফিডম-২৪’ উদ্ভাবন হয়েছে। যে দুটি জাতের সংকরায়ণ করা হয়েছে সেই দুটি জাতের রয়েছে আলাদা আকার, স্বাদ-গন্ধ। মূলত নিওহো জাতটি খুবই ছোট, সুগন্ধি এবং মিষ্টি। অন্যদিকে আমেরিকান জাতটি আকারে বড় কিন্তু বেশি মিষ্টি নয়। 

এম মনজুর হোসেন জানান, স্ট্রবেরির নতুন এই জাতটি উদ্ভাবনে তার ১০ বছরের গবেষণা ও পরিশ্রম জড়িত। এই সময়ে চারা উৎপাদন, নির্বাচন, পরীক্ষামূলক চাষ, বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করেছেন। ২০২৪ সালে এসে সফল হয়েছেন। একই বছর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে স্ট্রবেরির নামকরণ করেছেন ‘ফ্রিডম-২৪’। 

জানা যায়, রাজশাহীর ‘আকাফুজি অ্যাগ্রো টেকনোলজিস’ গবেষণা প্রতিষ্ঠানে এই স্ট্রবেরি উদ্ভাবন হয়েছে। আধুনিক এই জাতটি আগাম এবং উচ্চফলনশীল। আকারে বড়, সুগন্ধযুক্ত এবং সুমিষ্ট। যথেষ্ট শক্ত হওয়ায় এই ফল দেশের বিভিন্ন জায়গায় পরিবহন ও বিপণন সম্ভব। গবেষণা সূত্রে জানা যায়, ফলের উৎপাদনকাল ও পরিপক্কতার সময়কাল ১৫ ডিসেম্বর থেকে মার্চ ৩১ পর্যন্ত। স্ট্রবেরির রং উজ্জ্বল লাল, যার গড় ওজন ৫০-৭০ গ্রাম। প্রতি বিঘায় ফলন হবে ২ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ টন পর্যন্ত। ফলটি সংরক্ষণের সময়। তিন দিন হলেও বিশেষ ব্যবস্থায় এটি সাত দিন রাখা। যেতে পারে। 

গবেষক জানান, এবার রাজশাহী নগরের চকপাড়া মহল্লায় ১২ কাঠা জমিতে বাণিজ্যিকভাবে নিজের উদ্ভাবিত স্ট্রবেরি চাষ করেছেন। উৎপাদন। খরচ পড়েছে ১ লাখ ৭৮ হাজার টাকা। বিক্রি করেছেন ৬ লাখ টাকার বেশি। এই ফলের বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে অধ্যাপক এম মনজুর হোসেন জানান, নতুন জাতের স্ট্রবেরি রপ্তানিযোগ্য পণ্য হবে। ইতিমধ্যে বিদেশ থেকে এই স্ট্রবেরি নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। 

ইতিমধ্যে ফিডম-২৪’ চাষে আগ্রহ দেখিয়েছেন স্ট্রবেরি চাষিরা। রাজশাহীর পবা উপজেলার মাসকাটাদীঘি এলাকার স্ট্রবেরি চাষি সাইদুর রহমান বলেন, তারা ‘আমেরিকান ফেস্টিভ্যাল’ জাত চাষ করেন। তবে নতুন এই জাতটি আকারে ফেস্টিভ্যালের চেয়ে অনেক বড় হওয়ায় আগামী মৌসুমে নতুন এই জাতটি চাষ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button