
হাঙ্গেরির ফিল্ম ‘ইটস নট দ্য টাইম অব মাই লাইফ’ শনিবার চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি ফিল্ম ফেস্টিভালের সেরা পুরস্কার দ্য ক্রিস্টাল গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে।
আয়োজকরা এ কথা জানিয়েছেন।
ছবিটি বাধ্য হয়ে দুই পরিবারের একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। এর পরিচালক জাবলকস হাজদু।
আমেরিকান অভিনেতা উইলেম দাফো বিশ্ব চলচ্চিত্রে অবদান রাখার জন্যে ক্রিস্টাল গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘প্লাটুন’, ‘শ্যাডো অব দ্য ভ্যাম্পায়ার’ কিংবা ‘দ্য লাস্ট টেম্পটেশান অব ক্রাইস্ট’।
ফরাসী অভিনেতা জ্যাঁ রেনো জিতেছেন কার্লোভি ভ্যারি ফিল্ম ফেস্টিভালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড।
গত ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৫১তম এ ফেস্টিভালে এক লাখ ৩৫ হাজারেরও বেশি সিনেমাপ্রেমী অংশ নেয়।