
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “বিনামূল্যে সরকারি সেবা গ্রহন করি, স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা করি” আজ ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব স্বাস্থ্য অধিকার ফোরাম এর যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবক, ছাত্র ও যুবদের অংশগ্রহণে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও প্রবীণ নাগরিকদের ডায়াবেটিস পরীক্ষার স্বাস্থ্য ক্যাম্প উদ্ভোদন ঘিওর উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি সহযোগিতা করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ হেলথ ওয়াচ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সহসভাপতি অধ্যাপক(অঃ) সালেমা আক্তার এর সভাপতিত্বে উদ্ভোদন করেন ঘিওর সদর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ আশেক এলাহী,, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সহসভাপতি বিশিষ্ট পরিবেশবাদী সংগঠন এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থার মানিকগঞ্জ জেলা চেয়ারম্যান ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সহসভাপতি লক্ষী চ্যাট্যার্জ্জি, ঘিওর ইউপি নারী সদস্য সেলিনা আক্তার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর যুব সম্পাদক মোঃ ইকবাল খান, গণমাধ্যম সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, সদস্য মনোয়ার হোসেন মনির, ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার রহমান খান, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর যুব সম্পাদক সুবীর কুমার সরকার, ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শেখ আনোয়ার হোসেন । সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক ও বারসিক মানিকগঞ্জ এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায়। স্বাস্থ্য ক্যাম্প ও প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র নার্স রাজিয়া সুলতানা। ৩৫ জন ছাত্র স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারিগন রক্তের চাপ মাপা ও ডায়াবেটিস পরীক্ষার বিষয়ে হাতে কলমে এবং প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষা লাভ করেন। এ শিক্ষা তারা পরিবারে ও সমাজের জন্য কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ জানান। উপজেলা চত্তরে মা ফার্মেসীতে প্রতি শুক্রবার সকাল আটটা হতে দশটা এই সেবাটি বিনামূল্যে নিতে পারবেন। উল্লেখ ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ বেগম ডায়াবেটিস পরীক্ষার যন্ত্র দিয়ে কার্যক্রমটি শুরু হয়েছে। সমাজের বিশিষ্ট জন এ কার্যক্রমটি সচল রাখার ও সহযোগিতা কথা বলেন। সকাল সাড়ে দশটায় শুরু হয়ে বিকাল ২.৩০টা পর্যন্ত পরিচালিত হয়।