
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সহ-সভাপতি ও বরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
শফিকের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য ও নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, দলীয় সহকর্মীদের শারীরিক নির্যাতন, মার পিট, চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকান্ড ও দলের ভাবমূর্তি বিনষ্টের মতো সুনিদ্রিষ্ট অভিযোগ পাওয়ার দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
বরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাম না বলা নেতারা এবং সাধারণ মানুষ তার কর্মকাণ্ডে খুবই বিরক্ত ।
পতাকা২৪ শফিকের বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম বাকি জানান তার নেতা তারেক রহমানের যে দিক নির্দেশন, সেই মতে না চললে দলে কোনো অনিয়ম কারীর জায়গায় হবেনা তিনি আরো বলেন, মানিকগঞ্জের মাতা আফরোজ খান রিতা আপার করা হুশিয়ারি আমার দলে কোনো অনিয়ম কারী, চাঁদা বাজের জায়গা হবেনা ।
সাইফুল ইসলাম বাকি আরো জানান,শরিফুল ইসলামের বিরুদ্ধে অনেকেই তার কাছে নালিশ করেছে তিনি শরিফুল ইসলাম মৌখিক ভাবে কয়েক বার বলেছে তাতে কোনো কাজ হয় না-ই, দলিয়ো এই সিদ্ধান্তে বরাইদ ইউনিয়নের নেতা কর্মী ও সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন ।




