sliderস্থানীয়

সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ পটিয়া প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকীর নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, সাংবাদিক হারুন ছাত্রজীবনে যে প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার সাথে সম্পৃক্ত হয়েছিলেন, আমৃত্যু সে আদর্শকে ধারণ করে গেছেন। পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকলেও নীতির প্রশ্নে কারো সাথে আপোষ করেননি। পটিয়ায় সাংবাদিকতার ইতিহাসে তিনি ব্যক্তিক্রমী মানুষ ছিলেন। তাঁর সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক গুণাবলির কারণে তিনি সকলের কাছে আদর্শ হয়ে থাকবেন।
১ এপ্রিল শুক্রবার বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। কমিটির সমন্বয়ক আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আলীম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, সিপিবি নেতা অলক দাশ, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক এমএনএ নাছির, দঃ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, উপজেলা শিক্ষক সমিতি একাংশের সাধারণ সম্পাদক অরুণ মিত্র, অপর অংশের সাধারণ সম্পাদক শ্যামল দে, পৌর কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, উত্তরাধিকার সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, যুবদল নেতা ইদ্রিস পানু, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাংবাদিক আহমদ উল্লাহ, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, আ’লীগ নেতা সাইফুল্লাহ পলাশ, পটিয়া পৌরসভা যুবলীগ সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, দৈনিক পূর্বকোণের পক্ষে সাংবাদিক পলাশ রক্ষিত, প্রয়াতের পুত্র ইশরাক হাসান ছিদ্দিকী, নয়ন শর্মা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button