বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট জমা না দিয়ে সরকার আদালত অবমাননা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে-৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় একথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর স্বাস্থ্যের যে অবস্থা তাতে তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশনেত্রীর কিছু হলে এর দায় সরকার ও সরকারপ্রধানকে নিতে হবে।
তিনি বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করায় আজ কারাগারে বেগম খালেদা জিয়া। তাকে এখন জোর করে আটকে রেখেছে। দেশবাসী এটি কিছুতেই মেনে নেবে না। ১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে বৃহত্তর গণআন্দোলন তৈরি করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।