slider
সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক সভা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : আজ সোমবার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আল-আমীন। উপজেলার ১৫টি ইউনিয়নে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। সমাজ সেবার অন্তর্ভুক্ত যেকোনো সমস্যায় সহযোগীতা নেওয়ার জন্য সভায় আহবান জানানো হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয় এই সভার আয়োজন করে।