
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা আন্ত প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ মে) সকালে গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে অংশ নেন রহিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ১৩ নং গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করেন, কাকড়াজান ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।