
আজ ৫ মার্চ ২০২২, শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেইটে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদে্বোগে ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস’ পালন উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যলি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহীদা সরকার। বক্তব ̈ রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদ আহ্বায়ক সুবল সরকার, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক-কামরুন নাহার, বাঁচতে শেখ নারী’র নির্বাহী পরিচালক-ফিরোজা বেগম, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শেফালী হোসেন, সংগঠনের গাজীপুর জেলা নেতা মোস্তফা কামাল, সাজেদা বেগম, নিগার সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার নারী শ্রমিকদের উদ্দেশ ̈ করে বলেন, ‘শ্রেণিসংগ্রাম বেগবান কর মেহনতি মানুষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা কর’।
র ̈ালিপূর্ব সমাবেশে বক্তগণ বলেন, দ্রব ̈মূল ̈ বৃদ্ধির কারণে শ্রমিকশ্রেণির ওপর জগদ্দল পাথর নেমে এসেছে। μয়ক্ষমতা উল্লেখযোগ ̈ পরিমাণে কমেছে। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এমতাবস্তায় নেতবৃন্দ ২০% মহার্ঘভাতা দাবি করেন।
সমাবেশ শেষে একটি র ̈ালি, হাইকোর্ট মোড়. তোপখানা রোড, পুরানাপল্টনসহ মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রেস বিজ্ঞপ্তি