
শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় রিয়াদ হোসেন(১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার সাথে থাকা আরেক মটরসাইকেল আরোহী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকার আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, রিয়াদ ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আরসিএল মোড়ে পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। অপরজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া বাসচালক ও হেলপার কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।




