sliderস্থানিয়

শিক্ষার মানোন্নয়নে হা-মীম একাডেমির অভিভাবক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি: ১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৮টা থেকে শিক্ষার মানোন্নয়নে হা-মীম একাডেমির হল রুমে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক সালাউদ্দিন হাবিবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হজরত মাওলানা আব্দ্লু মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত। মাদ্রাসার সহকারী পরিচালক আবুবকর সীদ্দিক এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা রুকন উদ্দিন, মাস্টার ওয়াহাদ, মাস্টার আসরাফ আলী, মাস্টার রবিউল হাসান, মাওলানা লুৎপুর রহমান, বক্তব্য রাখেন অভিভাবকসহ স্থানিয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাকে জীবনমুখী ও আধুনিকায়ন করার মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে মাওলানা নাজাত বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি একাডেমীর শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ফলাফল ও নৈতিক আচরণ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা, মাদ্রাসার নিয়ম-কানুন মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বাড়ির কাজ সম্পন্ন করা এবং মাদ্রাসার বিজ্ঞপ্তিগুলো লক্ষ্য রাখা ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button