slider

লামায় যাত্রীবাহি বাস উল্টে আহত ৫০

মো. চান মিয়া, লামা প্রতিনিধি : বান্দরবান জেলার লামা উপজেলায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ৫০ যাত্রী কম বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, বিজিবি ও ফায়ারসার্ভিসের একটি করে ইউনিট স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে আহতের উদ্ধার করে লামা চকোরীয়ার বিভিন্ন হাসপাতালে পাঠায় । সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতে খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লামা উপজেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রী বোঝাই করে একটি বাস চকোরিয়া উপজেলায় যাচ্ছিল। বাসটি সড়কের মিরিঞ্জা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৫০ যাত্রী কম বেশি আহত হন। এর মধ্যে ১৫ যাত্রী গুরুত আহত হয়। এদিকে যাত্রীরা অভিযোগ করে জানান, ফিটনেস বিহীন লক্কর ঝক্কর গাড়ি ও অদক্ষ চালকের কারণে বাসটি দূর্ঘটনায় পতিত হয়েছে।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button