শিরোনাম

লতিফ মির্জার নাম রাজাকারের তালিকায়, ক্ষুব্দ সিরাজগঞ্জবাসী

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঘোষিত রাজাকার তালিকায় মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলের বেসরকারি সাব সেক্টর সিরাজগঞ্জের পলাশডাঙ্গা যুবশিবিরের প্রতিষ্ঠাতা পরিচালক মুক্তিযোদ্ধা ও সংগঠক প্রয়াত আব্দুল লতিফ মির্জার নাম আসায় বিক্ষুব্ধ হয়ে উঠছে সিরাজগঞ্জবাসী।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের চৌরাস্তা প্রেসক্লাব মোড়ে লতিফ মির্জা স্মৃতি পরিষদের আয়োজনে গাজী মির্জা ফারুক আহম্মেদের সভাপতিত্বে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নাম তালিকা থেকে প্রত্যাহারের দাবি জানান মুক্তিযোদ্ধাসহ তরুণ প্রজন্ম।
এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক ও লতিফ মির্জা স্মৃতি পরিষদের যুগ্ন আহবায়ক কাইয়ুম আহম্মেদ পান্না।
বক্তারা বলেন, আব্দুল লতিফ মির্জা শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না; ছিলেন একজন সংগঠকও। তার নেতৃত্বে ৬০০ মুক্তিযোদ্ধা নিয়ে গঠিত হয় পলাশডাঙ্গা যুবশিবির। বৃহত্তর পাবনা, বগুড়া ও রাজশাহী অঞ্চলে অর্ধশতাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেয় লতিফ মির্জার নেতৃত্বে পলাশডাঙ্গা যুবশিবির। অথচ সেই লতিফ মির্জার নামই উঠেছে রাজাকারের তালিকায়! এটা জাতির জন্য লজ্জার। সিরাজগঞ্জবাসীর জন্য অপমানজনক।
এ সময় বক্তারা তালিকা প্রস্তুতের সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
অন্যদিকে প্রতিবাদে তাড়াশের মহিষলুটিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক অবরোধ করে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- পলাশডাঙ্গা যুবশিবিরের সহ-অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় বক্তারা রাজাকার তালিকা থেকে লতিফ মির্জার নাম প্রত্যাহার না করা হলে আগামী মঙ্গলবার বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এছাড়াও কামারখন্দে ছাত্র-যুব ইউনিয়নের উদ্যোগে আয়োজনে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button