sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোজা রাখার উপর বিধিনিষেধ জারি করল চীন সরকার

জিংজিয়াং প্রদেশে রোজা রাখার উপর নানা বিধিনিষেধ জারি করল চীন সরকার। মুসলিম অধ্যুষিত এই প্রদেশে রমজানের সময় এবার থেকে রেস্তোরাঁ খোলা থাকবে।

রমজান চলাকালীন সাধারণ মানুষ যাতে খাবারের সমস্যায় না ভোগেন, সে জন্য এই ঘোষণা বলে তারা জানিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরেই জিংজিয়াংয়ে সরকারি কর্মীরা রমজানের সিয়াম পালনে অংশ নিতে পারেন না। একইভাবে নিষেধাজ্ঞা রয়েছে ছাত্রছাত্রী ও ছোট ছেলেমেয়েদের ওপরেও।

সৃষ্টিকর্তায় অবিশ্বাসী চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নোটিশ দিয়ে জানিয়েছে, দলীয় সদস্য, ক্যাডার, সরকারি কর্মী, ছাত্র ও নাবালকেরা রমজানে সিয়াম পালন করতে পারবেন না। কোনও রকম ধর্মীয় অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়া নিষেধ। রমজান চলছে বলে খাবার ও পানীয় বিক্রির ব্যবসা বন্ধ রাখাও চলবে না। ধর্মীয় কারণে কারও যেন সঙ্কট না হয় তা দেখার জন্যই এই সিদ্ধান্ত। তবে মুসলিম রেস্তোরাঁ মালিকরা দোকান খোলা রাখবেন কি-না, সেটা তাঁদের ব্যাপার। সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বাবা মায়ের সঙ্গে কথা বলতে, যাতে রমজানের সময় তাঁরা রোজা না রাখেন।

চীনা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। তাদের দাবি, চীন আশঙ্কা করছে, উইঘুরের মুসলিমরা বেইজিংয়ের পক্ষে বিপজ্জনক। জিংজিয়াং প্রদেশে বাস করেন ১ কোটিরও বেশি উইঘুর মুসলিম। এই জায়গায় বিচ্ছিন্নতাবাদ সব থেকে বেশি। স্বাধীনতাসহ অন্যান্য দাবিতে চীনা নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় জঙ্গিদের বারবার সংঘর্ষ হয়েছে।

সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button