
এ আর লিমন,রাজারহাট,কুড়িগ্রাম : রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুঠি গ্রামের আপন দুই ভাই আব্দুল হক ওরফে ন্যাংটা (৬৫) ও তাজুল ইসলাম (৫৫) ইটের খোয়া ভাঁঙ্গা গাড়িতে শ্রমিকের কাজ করে আসছে দীর্ঘদিন যাবত। প্রতিদিনের ন্যায় আজকেও সকালে দুভাইয়ে একসাথে কাজে বেড়িয়ে যায়। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে নাজিমখান বাজারের পাশে একটি রাস্তার বাঁক ঘুরতে খোয়া ভাঁঙ্গা গাড়িটি উল্টে গিয়ে ঘটনা স্থলে আপন দুই ভাইয়ের মৃত্যু হয় এরং গাড়িতে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমদের নামাজে জানাযা আজ রাত নয়টায় পাঠানহাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।



