পতাকা ডেস্ক: আজ সন্ধ্যায় বাবুগঞ্জ থানার চাদপাশা ইউনিয়নের রেন্ডীতলায় এলাকার গণ্যমান্য বক্তিবর্গের সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অপরাধী নয় কিন্তু বাংলাদেশের নাগরিক পরিচয়ে যে কেউ রাজনীতি করতে পারবে। ভয় দেখিয়ে জনগণকে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হল নব্য স্বৈরাচারের লক্ষণ। রাজনৈতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মত-দ্বিমত থাকবে কিন্তু সন্ত্রাস-চাঁদাবাজি থাকতে পারে না। অপরাধীদের জন্য কারাগার আর জনগণের জন্য ইনসাফের বাংলাদেশ তৈরির রাজনীতি করতে হবে যেখানে অপরাধী যেন অপরাধের তুলনায় বেশী শাস্তি না পায়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন রাজনীতি ও যোগ্য নেতৃত্বের সাথে থেকে এক সাথে কাজ করার ব্যাক্তয় ঘোষণা করেন ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এবি পার্টির বরিশালের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বী, যুগ্ম-আহ্ববায়ক সুজন তালুকদার, যুগ্ম-সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ, রায়হান উদ্দিন,, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নাঈম ভূঁইয়া, আজম খান, হাইদার ভূঁইয়া সহ আরো অনেকে।




