যে লড়াইয়ে মুখোমুখি অবস্থান সাকিব-অশ্বিনের

কদিন আগেও টেস্ট অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এখন জায়গাটা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের। দুই দেশের এই দুই অলরাউন্ডার এবার মুখোমুখি হচ্ছেন মাঠে। হায়দরাবাদ টেস্টে যে ভালো করবেন, বেড়ে যাবে তার রেটিং পয়েন্ট। সেরা অলরাউন্ডারের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবেন কে?
হায়দরাবাদ টেস্টের আগে অশ্বিনের মোট পয়েন্ট ৪৮২। আর সাকিবের হলো ৪৪৩ পয়েন্ট। বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন অশ্বিন। সাম্প্রতিক সময়ে তার বোলিংটা হচ্ছে দেখার মতো। ব্যাটিংয়েও ছড়াচ্ছেন সমান মুগ্ধতা।
কিন্তু সে তুলনায় সাকিব কিছুটা ম্রিয়মান। অশ্বিনকে প্রতিপক্ষ ভেবে লড়াই করাটা তাই সাকিবের জন্য একটু কঠিনই এখন। এ কারণই হয়তো কিছুটা ঠাণ্ডাই শোনালো সাকিবের কণ্ঠ।
রোববার হায়দরাবাদের জিমখানা মাঠে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিকরা। এই ম্যাচের দলে নেই সাকিব। তারপরও রোববার সংবাদ মাধ্যমের সামনে এলেন তিনি। তার দিকে প্রশ্ন গেলো অশ্বিনের সঙ্গে লড়াইটা নিয়ে।
সাকিব বললেন, ‘লড়াইয়ের কোনো চিন্তা আমার মাথায় নেই। আমি আসলে এভাবে চিন্তা করি না। সাম্প্রতিক অশ্বিন দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমিও আমার জায়গায় ভালো কিছু করতে পারি। মূল কথাই হলো এটি; দেশের জন্য ভালো কিছু করা।’
অশ্বিনকে যেনো এক রকম শ্রেষ্ঠ বলে মেনেই নিলেন সাকিব। তিনি বলেন, ‘আসলে বলের উপর অশ্বিনের নিয়ন্ত্রণটা অসাধারণ। ও যা চায়, তাই করতে পারে। এটা পারলে কিন্তু আর কিছু লাগে না। সব মিলিয়ে অশ্বিনই আসলে বিশ্বের সেরা স্পিনার।’