sliderস্থানীয়

যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছেন, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিনি সরকারি সিটি কলেজ, ঝুমঝুমপুর প্রগতি বালিকা বিদ্যালয় ও বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ,বনজ এবং ঔষধী বৃক্ষ রোপণ করেন।

নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, কৃষক দল, ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নামজুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button