sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা

পতাকা ডেস্ক: ঈদ আনন্দ শেষে জীবিকার তাগিদে ঢাকার দিকে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০টাকা।

অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

জানা যায়, ঈদযাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তি নিয়ে যাত্রীদের বাড়িতে যেতে হয়েছে।

তবে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফেরার পথে কোনো যানজট ও ধীরগতির তৈরি হয়নি। এতে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পারছে মানুষ। তবে বেশি ভাড়া নেওয়া অভিযোগ করেছেন যাত্রীরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।’

১৯৯৮ সালে যমুনা নদীর ওপর নির্মিত সেতুটি চলাচলের জন্য উদ্বোধন করা হয়। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে দেশের ২৩ জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে ১৮/২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হলেও ঈদে এর সংখ্যা দাঁড়ায় দুই থেকে তিনগুণ বেশি। এবার ঈদে সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button