ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবারই জানা। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে মোদির বিজেপি জয় পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছে এক পাকিস্তানি শিশু। চিঠিতে শত্রুতা ভুলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আকুতি জানায় পাকিস্তানের ১১ বছর বয়সী শিশু আকিদাত নাভিদ। দুই পৃষ্ঠার এই চিঠিটি হৃদয় ছুঁয়ে গেছে বিশ্ববাসীর।
চিঠিতে নাভিদ লিখেছে, ‘ভারতীয় জনগণ আপনার সঙ্গে আছে, আপনি তাদের হৃদয় জয় করতে পেরেছেন। আপনি যদি ভারতীয় এবং পাকিস্তানি জনগণের হৃদয় জিততে চান তাহলে দেশ দুটির মধ্যে বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিন। চলুন সিদ্ধান্ত নেই বুলেট কিনব নাকি বই কিনব? বন্দুক কিনবো নাকি দরিদ্রদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনব।’
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বুধবার তাদের এক প্রতিবেদনে বলেছে, আকিদাত নাভিদ লাহোরের ক্যাথেড্রাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে লেখা চিঠিটি বৃহস্পতিবার সকালেই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নিকট পৌঁছেছে। নাভিদের ছোট্ট হাতের সেই চিঠির ব্যপক প্রশংসা করেছেন নয়াদিল্লির মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
চিঠিতে নাভিদ লিখেছে, ‘প্রিয় মোদি, বাবা বলেছিলেন, মানুষের হৃদয় জয় করা একটি কঠিন এবং অসাধারণ কাজ। আপনি ভারতীয় জনগণের হৃদয় জয় করেছেন। ভারতীয় পাশাপাশি পাকিস্তানি জনগণের হৃদয় জিততে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠায় আপনি পদক্ষেপ নিন।’ চিঠির একেবারে শেষে আকিদাত লিখেছে, ‘সিদ্ধান্ত আমাদের হাতেই হয় শান্তি নয়তো সংঘাত।’