মেঘনার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন

হানিফ খান, দাউদকান্দি প্রতিনিধি : ৮ মে ২০২৪, বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন। এখানে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার- মটর সাইকেল প্রতীকে, রমিজ উদ্দিন লন্ডনী- ঘোড়া প্রতীকে, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম-আনারস প্রতীকে, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম -দোয়াত কলম প্রতীকে ও সাবেক জেলা পরিষদ সদস্য সুলতান মোঃ নাসির উদ্দিন শিশির -কাপ পিরিজ প্রতীকে ভোটের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যেকটি প্রতিক এবং প্রার্থী বহুল পরিচিত মুখ, কার ভাগ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এর চেয়ার আছে তা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্ণয় হবে ৮ মে বুধবার।
তবে অনেকের মুখে বিজয়ের বার্তা একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, যিনি শীতের জনপ্রিয় গোস্তো হিসেবে অন্যতম খাদ্য ওই মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলার সিভিল প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী আজ মঙ্গলবার, কুমিল্লায় স্ব স্ব উর্ধতন কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়েছেন। জেলার ওই কর্মকর্তা বৃন্দ তিনদিন পরই মেঘনায় এসে নির্বাচন শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করতে কঠোর বার্তা দিয়ে যাবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।